খালেদা-এরশাদের সময় নারীদের কোনো অধিকার ছিল না
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশে নারীদের কোনো অধিকার ও পরিচয় ছিল না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
এ সময় মন্ত্রী বলেন, খালেদা ও এরশাদের সময় নারীদের পরিচয় ছিল না। শেখ হাসিনা নারীদের সেই পরিচয় দিয়েছেন।
খালেদার সমালোচনা করে মন্ত্রী বলেন, খালেদা জিয়া বিখ্যাত হয়েছেন বাংলাদেশের দুর্নাম কুড়িয়ে ও এতিমের টাকা চুরি করে জেলে গিয়ে। এটাই খালেদা জিয়ার পরিচয়। আর শেখ হাসিনার পরিচয় হলো তার ছেলে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্থপতি।
সমাবেশে আগতদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা বিএনপি-জামায়াতের তাণ্ডব দেখেছেন। বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে পাকিস্তানে। তালেবান-আইএসের দেশ হলো তাদের দেশ।
আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়ার তাকজিল খলিফা, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস