মাদরাসা ছাত্র রহমত ১১ দিন ধরে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণাবড়িয়া
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৯ জুলাই ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় রহমত উল্লাহ্ (১৫) নামে এক মাদরাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত ১৯ জুলাই নিখোঁজ হওয়া রহমত সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। সে একই ইউনিয়নের বিজেশ্বর গ্রামের জামিয়া সুন্নাহ্ মাদরাসার ছাত্র।
এ ঘটনায় গত ২৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রহমতের বাবা জালাল মিয়া।

তবে ঘটনার ১১ দিনেও খোঁজ মিলেনি রহমতের। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রহমতের বাবা-মা।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাইল সকাল আনুমানিক ৯টায় নিজ বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয় রহমত। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গাতেই তার খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

জিডির তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, রহমতের সন্ধান পেতে আমরা কাজ করছি।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।