হিলিতে ট্রাকচাপায় অজ্ঞাত নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০১ আগস্ট ২০১৮
ছবি-প্রতীকী

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে ভারতীয় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতীয় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে হিলি চেকপোস্ট রোডে শুল্ক গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

আটক ভারতীয় ট্রাক আটক চালক রাহুল সরকার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ফইজুল সরকারের ছেলে এবং চালকের সহকারী একই এলাকার আনছার আলীর ছেলে সাদ্দাম হোসেন।

জানা যায়, সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক পণ্য খালাস (আনলোড) করে হিলি সীমান্ত চেকপোস্ট গেট দিয়ে ভারতে ফিরছিল। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক নারী নিহত হন।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।