রংপুরে জঙ্গি সন্দেহে স্কুলশিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:০৮ এএম, ০২ আগস্ট ২০১৮

রংপুরের গঙ্গাচড়ায় জঙ্গি সন্দেহে মোনায়েম হোসেন (২৮) নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গঙ্গাচড়ার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোনায়েম উপজেলার তিস্তা চর এলাকার চর বাগডহরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান।

এরআগে গত রোববার তিস্তা নদীর দুর্গম চরে পুরাতন জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পুরাতন জেএমবির রংপুর জেলার দাওয়াহ বিভাগের প্রধান আজহারুল ইসলাম ওরফে ওয়ানুর (৩২), গঙ্গাচড়া থানার দাওয়াহ বিভাগের প্রধান ও চর বাগডহরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক আকরামুজ্জামান ওরফে মুকুল (২৬), রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য ফারুক ওরফে সাজু (২২) এবং রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য আব্দুল হাকিম মিলনকে (৩৪)। এ সময় তাদের কাছ থেকে একে-২২ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, গুলি ও ২টি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ হেডকোয়ার্টারের ইনটিলিজেন্স শাখা ছাড়াও রংপুর এবং লালমনিরহাট জেলা পুলিশের সহযোগিতায় রোববার এই অভিযান চালানো হয়।

পরে বগুড়া গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ সরকার বাদী হয়ে সোমবার সন্ধ্যায় গ্রেফতার চার জেএমবি নেতার বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে ওই চারজনকে রংপুরের চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিতু কবীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।