১৩ লাখ টাকার চেক ফেরত দিলেন সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৬ আগস্ট ২০১৮

দিনাজপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের স্বাক্ষর করা ১৩ লাখ টাকার চেক রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন দুই স্থানীয় সাংবাদিক।

সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলা চত্বরে এই চেক কুড়িয়ে পান দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি সুবির চক্রবর্তী ছোটন ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি মো. আবু কাওছার।

স্থানীয় সূত্র জানায়, পেশাগত কাজে সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিক সুবির চক্রবর্তী ছোটন ও মো. আবু কাওছার দিনাজপুর সদর উপজেলা পরিষদে যান। এ সময় তারা উপজেলা চত্বরে একটি চেক পড়ে থাকতে দেখেন। চেকটি হাতে নিয়ে দেখেন স্বাক্ষর করা। যে কেউ ব্যাংকে গিয়ে জমা দিয়ে টাকা তুলতে পারবেন। পরে তারা চেকটি নিয়ে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজুল ইসলামের কাছে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ১৩ লাখ টাকার স্বাক্ষর চেকটি একটি বাড়ি একটি খামার প্রকল্পের। যা সোমবার বিতরণ করার কথা ছিল।

Dinajpur-Foto

এই মহৎ কাজের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজুল ইসলাম ওই দুই সাংবাদিককে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন। এ সময় সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজুল ইসলাম বলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া চেকটি জমা দিয়ে মহতী কাজ করায় তাৎক্ষণিকভাবে দুই সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।