ফরিদপুরে আগুনে বিস্কুটের গুদাম ভস্মীভূত
ফরিদপুরের ভাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে একটি বিস্কুটের গুদামসহ কয়েকটি বসতঘর ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সজিবুর রহমান জানান, ভাঙ্গা বাজারের থানা রোডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়। মুহূর্তেই পিন্টু কাজীর বিস্কুটের গুদাম ভস্মীভূত হয়। একই সঙ্গে কয়েকটি বসতঘরও আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুর উর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন।
ভাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন জানান, ভাঙ্গা বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার। সেখানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে।
আরএআর/এমএস