অটোভ্যানে ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৮ আগস্ট ২০১৮

ফরিদপুরের সদরপুর উপজেলায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম বিথী আক্তার (২২)। তিনি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা গ্রামের দুবাই প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী।

তার সোহান নামের দেড় বছরের এক পুত্রসন্তান রয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর-চরভদ্রাসন সড়কের খেঁজুরতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিথী আক্তার তার দেবর মিজানুর রহমানের সঙ্গে মোবাইল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানযোগে সদরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। খেঁজুরতলা ব্রিজ এলাকায় পৌঁছালে গৃহবধূর ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ফরিদ আহম্মেদ বলেন, ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।