গরু নিয়ে হাটে যাওয়া হলো না খোকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১০:৫০ এএম, ১৮ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুরে বালুবোঝাই ট্রাকের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান খোকা (৩০) জামালপুর সদরের সোনাকাথা এলাকার হোসেন আলীর ছেলে। আহতরা হলেন- গরু ব্যবসায়ী জামালপুর সদর উপজেলার চরশী উপরীপাড়া এলাকার লাল মাহমুদের ছেলে খোরশেদ আলম (৩৪) এবং ট্রাকের হেলপার মো. হযরত আলী (২১)। হতাহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, জামালপুর থেকে একটি মিনিট্রাকে গরু বোঝাই করে ঢাকার পশুহাটের উদ্দেশে রওনা হন ব্যবসায়ীরা। ভোরে গরুর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাওনা উড়াল সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি বালুর ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ীসহ তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে খোকা মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্রাকে থাকা ১৫টি গরু নিহত খোকার ব্যবসায়ীক অংশীদার মো. বাবুল শেখ ও রহমত আলীর হেফাজতে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ মাওনা হাইওয়ে থানায় রেখে নিহতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। বালুর ট্রাক ও গরুবাহী মিনি ট্রাক মাওনা হাইওয়ে থানা পুলিশ আটক করলেও চালককে আটক করা যায়নি।

শিহাব খান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।