খেলতে নেমে ডুবে গেলো আরাফাত ও শ্রাবণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আরাফাত (৬) পেলাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে শ্রাবণ (৬)। উভয়ই স্থানীয় খোজেখানি দাখিল মাদরাসার ছাত্র। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

গোসিঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সাজ্জাত হোসেন মনির নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকাল দশটার দিকে নিহত দুই শিশুসহ আরও চার-পাঁচজন শিশু বাড়ির পাশের খালে গোসল করতে নামে। পানির গভীরতা থাকায় এসময় আরাফাত ও শ্রাবণ পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, শিশুর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

শিহাব খান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।