মেশিনের ভেতর ঢুকে গেল লোকমানের দুই হাত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২০ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত মনো ফিড মিল কারখানায় এক শ্রমিকের দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকালে কারখানায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।

দুই হাত হারানো শ্রমিক লোকমান হোসেন (২৮) মাগুরা জেলার মফিজুল ইসলামের ছেলে। তার বিস্তারিত পরিচয় কারখানা কর্তৃপক্ষ জানাতে পারেনি। সে খাদ্য উৎপাদকারী প্রতিষ্ঠান মনো ফিড মিলের অপারেটর হিসেবে কাজ করতেন।

কারখানার স্টোর কিপার মকবুল হোসেন জানান, লোকমান হোসেন কারখানার রি-সাইকেল মেশিনে কাজ করা অবস্থায় তার দুই হাত ওই মেশিনের ভেতর ঢুকে গেলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আল-হেরা হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে দুপুরের দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রক্ত দেয়া হয়েছে। এখন সে শঙ্কামুক্ত।

আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: বাঁধন চন্দ্র জানান, তার দুই হাতের বাহু থেকে বিচ্ছিন্ন অবস্থায় আনা হয়েছে।

শিহাব খান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।