‘সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে হবে’
সমাজের নৈতিক অবক্ষয় ঠেকানোর আহ্বান জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, একজন টিনএজ বয়সের ছেলে যদি সিনিয়র ভাইদের এভাবে ছুরিকাঘাত করে সেটা সমাজের অবক্ষয়ের একটি উদাহরণ। এই ধরনের অবক্ষয় থেকে বাঁচতে এদেরকে আমাদের ধরতে হবে। সংশোধন করতে হবে।
ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গুরুতর আহত হওয়ার প্রতিবাদে রোববার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
এতে আরও বক্তব্য রাখেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন, যবিপ্রবির উপ-প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরমান আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় যশোর শহরের পৌর পার্কে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র মাসুম বিল্লাহ ও শামীম হাসানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এদের মধ্য গুরুতর আহত মাসুম বিল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিলন রহমান/আরএ/পিআর