‘দুখণ্ড রড ও কাঠের টুকরো দিয়ে নাশকতা হয় না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪১ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে ডাকবাংলো চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি জানান।

কাদের সিদ্দিকী বলেন, মামলায় উল্লেখিত তিন টুকরো পাটকেল আর দেড় ফুটের দুখণ্ড রড ও কাঠের টুকরো দিয়ে কখনও নাশকতা হয় না। তাই আমি শুধু আমার দলের নেতার নাম বাদ দিতে বলব না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলারও প্রত্যাহার চাই।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতিকুর রহমান আতোয়ারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, জেলা কমিটির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সালেক হিটলু, সহ-সভাপতি আবদুল হালিম সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর সখীপুর থানা পুলিশ বিএনপির ১৫ জন ও কৃষক শ্রমিক জনতালীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা করে। ওই মামলার প্রতিবাদেই উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিবাদ সভার আয়োজন করে।

আরিফ উর রহমান টগর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।