বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রুবেল (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পাঁছ চারান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কদমতলী গারট্ট গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের ফারুকের ছেলে সাইফুল (২৫), মজনু মিয়ার ছেলে মিন্টু (৩০), শাজাহান মিয়ার ছেলে আক্কাস (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার পাঁছ চারান এলাকায় একটি নব-নির্মিত রাইস মিলের বাউন্ডারি দেয়াল নির্মাণ করার সময় আটজন শ্রমিক একটি সিমেন্টের খুঁটি স্থাপন করার জন্য উঁচু করলে উপরে থাকা ১১ হাজার ভোল্টের তারের স্পর্শে ৪ জন শ্রমিক মাটিতে ছিটকে পড়ে। পরে অন্য শ্রমিকরা ৪ জনকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আইভী রহমান জানান, রুবেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।