রাজবাড়ীর নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার, চরধুনচী ও সোনাকাদর পদ্মা নদীর তীর প্রতিরক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী।

শনিবার বেলা ১১টার দিকে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী দেন পানি উন্নয়ন বোর্ডকে নদী ভাঙন রোধে ভাঙন স্থানে পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ ফেলার নির্দেশ এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের যে ত্রাণ সাহায্যে দেয়া হচ্ছে তা অব্যাহত থাকবে বলে জানান। এছাড়া কী কারণে এবার নদীর তীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে সে বিষয়ে ঢাকা থেকে উচ্চপদস্থ কর্মকর্তা এনে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় তার সঙ্গে রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

rajbari

প্রসঙ্গত, রাজবাড়ী শহর রক্ষা বাঁধের ফেইজ ১ এর কাজের গত ২৬ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মা নদীর তীর প্রতিরক্ষা বাঁধে পৃথক স্থানে প্রায় ৬০০ মিটার এলাকার সিসি ব্লকসহ নদীতে ধসে গেছে। তবে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড।

রুবেলুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।