ছাত্রীর ওপর দিয়ে চলে গেল ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

টাঙ্গাইলের করটিয়ায় ইটবোঝাই ট্রাকে পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালিয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বিকেলে করটিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মাহফিজা আক্তার (১৪) বাসাইল উপজেলার কাশিল গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও করটিয়া আবিদা খানম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেলে কোচিং শেষে বাড়ি ফিরছিল মাহফিজা আক্তার। করটিয়া বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুর চালায়।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।