কালিহাতীতে বাসচাপায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০১ অক্টোবর ২০১৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া বাসস্ট্যান্ডে বাসচাপায় আফসার আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটলে ঘাতক বাস ও চালককে আটক করে কালিহাতী থানা পুলিশ।

নিহত আফসার শেখ উপজেলার মোজাফ্ফরগাতী গ্রামের মৃত পচা শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায়, টাঙ্গাইল থেকে আসা লাভলী পরিবহন বাসটি কালিহাতী উপজেলার বাগুটিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে রাস্তা পারের সময় আফসার আলী নামে ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসসহ চালক নিরঞ্জন দাসকে (৪৫) আটক করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।