খুলনায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
খুলনায় মিথুন মণ্ডল নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের নিজবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মিথুন তেঁতুলতলার ১০ নম্বর গেট এলাকার মৃত প্রশান্ত মণ্ডলের ছেলে।
মিথুনের মা প্রণীতা মণ্ডলের দাবি, মিথুনের সম্পত্তির লোভে তার চাচা জয়দেব মণ্ডল অত্যাচার-নির্যাতন করে তাকে মেরে ঘরের পাশের একটি তেঁতুল গাছে ঝুলিয়ে রেখেছে।
তবে এ বিষয়ে জয়দেব মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিথুন আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আলমগীর হান্নান/এফএ/এমএস