ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ছাত্রলীগ সভাপতি রুবেলের সমর্থক এমরান স্টেশনে টিকিট কিনতে আসেন। এ সময় সাধারণ সম্পাদক শোভনের সমর্থক রাব্বী পূর্ব শত্রুতার জেরে এমরানকে মারধর করেন। এ ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় স্টেশন এলাকায় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ হয়। এর ফলে স্টেশন জনশূন্য হয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

jagonews

এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে। তবে সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সংঘর্ষের বিষয়টি ছাত্রলীগের নয় বলে দাবি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, টিকিট সংক্রান্ত বিষয় নিয়েই এ সংঘর্ষের সূত্রপাত বলে জানতে পেরেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।