রাজবাড়ীতে মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

রাজবাড়ীতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলার শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।

টেলিভিশনে ব্যারিস্টার মইনুল হোসেন নারী জাতির প্রতি মানহানিকর বক্তব্য দেয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোছা. সালেহা বেগম রাজবাড়ীর ২নং আমলী আদালতে ১ কেটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে এ মামলা করেন।

RAJBARI-1

সালেহা বেগম জানান, মইনুল হোসেন বাঙালি নারীদের কলঙ্কিত করায় তিনি তার বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানির মামলা করেছেন।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর অ্যাড. সফিকুল আজম মামুন জানান, মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীনা বলায় রাজবাড়ীর নারী জাতির পক্ষ থেকে এ মানহানির মামলাটি করেছেন সালেহা বেগম নামে এক নারী। এ মামলার শুনানি শেষে মইনুল হোসেনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন বিজ্ঞ আদালত।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।