মাদরাসার টয়লেটে ছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০১ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

বগুড়া মোকামতলার গণেশপুর হাফেজিয়া মাদরাসার পরিত্যাক্ত টয়লেটে থেকে আল-হাসিব (৪) নামে এক শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিব শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেল ৪টার পর থেকে ওই মাদরাসার ছাত্র হাসিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এজন্য এলাকায় অনেক খোঁজাখুঁজি এবং মাইকিং করা হয়েছিল। সকালে মাদরাসা কর্তৃপক্ষ পরিত্যাক্ত টয়লেটের ভেতর শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি (অপারেশন) নান্নু খান বলেন, ওই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

লিমন বাসার/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।