বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৬ নভেম্বর ২০১৮

বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাস্টার ওরফে সামিল নামে সাংগঠনিকভাবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।’

সোমবার রাত দেড়টার দিকে শিবগঞ্জের পিরবের তাতি পুকুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাস্টার ওরফে সামিল জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ঘোনারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, রাতে টহল পুলিশের উপর একদল দুষ্কৃতকারী হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুষ্কৃতকারীদের হামলায় পুলিশের এসআই আহসান এবং কন্সটেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিমন বাসার/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।