৫০ হাজার ইয়াবা ফেলে পালাল তারা
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ও ১ হাজার ২৭৫ ক্যান বিয়ার জব্দ করেছে বিজিবির সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ ইয়াবা ও বিয়ার ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। ফলে কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে জিন্নাখাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি।
কিছুক্ষণ পর কয়েকজন লোককে জিন্নাখাল থেকে আসতে দেখে দাঁড়াতে বলে বিজিবি। এ সময় ইয়াবা ফেলে পালিয়ে যায় তারা। পরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ হাজার ইয়াবা ও ১ হাজার ২৭৫ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
পাশাপাশি হ্নীলা বিওপির নায়েক মো. ছাবির উদ্দিনের নেতৃত্বে একটি টহলদল দুই ব্যক্তিকে দাঁড়াতে বললে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ খুলে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান।
সায়ীদ আলমগীর/এএম /এমকেএইচ