রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টিতে কাজ করছে যুক্তরাষ্ট্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টিতে যুক্তরাষ্ট্র কাজ করছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে কেবল এটি সম্ভব। নিরাপদ পরিবেশ পেলে স্বেচ্ছা প্রত্যাবাসনে অবশ্যই রোহিঙ্গারা সম্মত হবেন। সে লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

কক্সবাজারের উখিয়ায় স্কুল ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন রবার্ট মিলার। মঙ্গলবার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন সেন্টার পরিদর্শন করেন তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অালাপ করেন রবার্ট মিলার। এরপর সড়কপথে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর জিরো পয়েন্টের কোনার পাড়ায় অাশ্রয় নেয়া রোহিঙ্গাদের খোঁজখবর নেন।

বিকেলে কুতুপালং শরণার্থী ক্যাম্প ও বালুখালী-১৮ ক্যাম্প গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূতের কাছে এ সময় রোহিঙ্গারা নাগরিকত্বসহ সহায়-সম্পদ ফিরিয়ে দিলে মিয়ানমারের ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রবার্ট মিলার বলেন, বিপুল পরিমাণ রোহিঙ্গার আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। কিভাবে এ ক্ষতি পুষিয়ে পূর্বের অবস্থা কিছুটা হলেও ফিরিয়ে আনা যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য নয়, কক্সবাজারের জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সরকার সহায়তা অব্যাহত রাখবে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।