টাঙ্গাইলের ৫ আসনে ধানের শীষের প্রার্থী যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে জেলার বাকি ৩টি আসনে এখনও কেন্দ্রীয়ভাবে প্রার্থী চূড়ান্ত হয়নি।

শনিবার সকালে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির এ প্রার্থিতা চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এর আগে শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এ জেলায় চূড়ান্ত মনোনীত বিএনপির প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে শহিদুল ইসলাম (সরকার শহীদ), টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এছাড়াও প্রার্থী চূড়ান্ত না হওয়া আসনগুলোতে রয়েছে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল), টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল)। শনিবার সন্ধ্যায় এ আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত হতে পারে বলেও জানান ফরহাদ ইকবাল।

তবে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে ইতোমধ্যে বিএনপির কোনো প্রার্থী মনোনয়ন না নেয়ায় আসনটিতে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্তই রয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী।

এছাড়া টাঙ্গাইল-৩ ও ৪ আসন দুটিতেও ঐক্যফ্রন্টের শরিক যেকোনো দলের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি করছেন জেলা শাখার নেতারা।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।