শেষ মুহূর্তে ভাবি আউট, দেবর ইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

বগুড়া-৩ আসনে মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক এমপি আবদুল মোমিন তালুকদারের স্ত্রী মাছুদা মোমিনের হাতে ধানের শীষ তুলে দেয়ার চূড়ান্ত চিঠি দিয়েছিল বিএনপি।

এ আসনে মাছুদার দেবর আবদুল মুহিত তালুকদার মনোনয়ন জমা দিলেও তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিলেও প্রার্থিতা বাতিল হলে হাইকোর্টে যান মুহিত।

এরই মধ্যে হাইকোর্ট থেকে মুহিত তালুকদারের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেয়া হয়। ফলে দেবর মনোনয়ন ফিরে পাওয়ায় কপাল পুড়েছে ভাবি মাছুদা মোমিনের।

এদিকে, শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ধানের শীষ প্রতীক মুহিত তালুকদারের হাতে তুলে দিয়ে আগের সিদ্ধান্ত বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে বিএনপি।

হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করায় বগুড়া-৩ (দুপচাচিয়া-আদমদীঘি) আসনে এখন ভাবির পরিবর্তে দেবরকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

রোববার রাতে এ ঘোষণা দেয়া হয়। বগুড়া-৩ আসন পারিবারিকভাবে ধরে রেখেছিলেন সাবেক এমপি আবদুল মোমিন তালুকদার খোকা। তার বাবা আবদুল মজিদ তালুকদার মারা যাওয়ার পর ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত এ আসনে এমপি ছিলেন মোমিন তালুকদার। ২০১৪ সালে এ আসনে বিনাভোটে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে অ্যাডেেভাকেট নুরুল ইসলাম তালুকদার।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী বাছাইয়ে দেখা দেয় জটিলতা। আবদুল মোমিন তালুকদার মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক রয়েছেন। ফলে একই আসনে দল থেকে খোকাসহ তিনজনকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছিল। বাকি দুইজন প্রার্থী হলেন- খোকার স্ত্রী মাছুদা মোমিন এবং ছোট ভাই আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদার।

২ ডিসেম্বর যাচাই-বাছাই পর্বে বিএনপি থেকে তিনজন প্রার্থীর মধ্যে আবদুল মোমিন তালুকদার খোকা এবং তার স্ত্রীকে বৈধ ঘোষণা করা হয়। আর খোকার ছোট ভাই মুহিত তালুকদার উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে, দুপচাচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সারোয়ার খান যুদ্ধাপরাধী মামলার পলাতক আসামি আবদুল মোমিন তালুকদার খোকার মনোনয়ন বাতিল করতে নির্বাচন কমিশনে আবেদন করেন।

আর মুহিত তালুকদার তার প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করলে তা শুনানি শেষে খারিজ করে দেয়া হয়। পরে নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মুহিত তালুকদার।

প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন রোববার বৈধ প্রার্থী হিসেবে মাছুদা মোমিনের নাম প্রকাশ করা হয় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। আবদুল মোমিন তালুকদার খোকার দলীয় মনোনয়ন না থাকায় বাদ পড়ে যায়। পরে বিকেলে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পান আব্দুল মুহিত তালুকদার। হাইকোর্টের আদেশের পর রাতে বিএনপি থেকে পুনরায় চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয় মাসুদা মোমিনের পরিবর্তে তার দেবর মুহিত তালুকদারকে।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মুহিত তালুকদার বলেন, দল শেষ মুহূর্তে মাসুদা মোমিনের মনোনয়ন বাতিল করে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেব। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকায় মাসুদা মোমিনের নাম পরিবর্তন করে আমাকে ঘোষণা করা হবে। আজই আমার প্রতীকের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।

লিমন বাসার/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।