টাঙ্গাইলে পৌরভবনে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২০ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইল পৌরসভার ইপিআই (এক্সপেনডেড প্রোগ্রাম অন ইমোনাইজেশন) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ আগুন লাগে।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ন্ত্রণে আসার আগেই ওই কক্ষে থাকা নারী ও শিশুদের টিকাদানের বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়।

টাঙ্গাইল পৌরসভার বিদ্যুৎ প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান, প্রতিদিন মতো ভোরে তিনি হাঁটতে বের হন। এ সময় পৌরসভার কাছে এলে কর্মরত গাড়িচালক বাহাদুর তাকে ওই কক্ষে আগুন লাগার বিষয়টি জানান। পরে তিনিই ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, কক্ষে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই কক্ষে থাকা নারী ও শিশুদের টিকাদানের বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।