নেচে গেয়ে নৌকায় ভোট চাচ্ছেন নারী নেত্রীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

৫ টনের একটি ট্রাক গাজীপুর কালীগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে। এরমধ্যে সাউন্ড সিস্টেম ও একদল নারী নেত্রী। গান বাজছে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় থিম সং হিসেবে খ্যাত ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’। আর তাতে স্থানীয় নারী নেত্রীরা নেচে গেয়ে একাকার।

একইসঙ্গে গানের ফাঁকে ফাঁকে নারী নেত্রীরা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকির স্থানীয় উন্নয়নের কথা বলছেন আর নৌকায় ভোট প্রার্থনা করছেন।

women-Vote

এদিকে রোববার প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী এলাকা নাগরী ও বাহাদুরসাদী ইউনিয়নে কয়েকটি উঠান বৈঠক, পথসভা ও কর্মীসভা করেছেন। প্রতিটি নির্বাচনী অনুষ্ঠানেই সাধারণ ভোটার, তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি (নৌকা) ছাড়াও এ আসনে রয়েছে আরও ৪ জন প্রার্থী। এরা হলেন বিএনপির একেএম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপ ফুল)।

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।