নৌকার প্রচারণায় চুমকির পুত্রবধূ
গাজীপুরের কালীগঞ্জে গণসংযোগ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পুত্রবধূ ডা. চৌধুরী নওরীন ইসলাম। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি বাজারের ক্রেতা ও বিক্রেতাদের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাশুড়িকে তৃতীয়বারের মতো নৌকায় ভোট দেয়ার প্রার্থনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী চুমকির এপিএস মাজেদুল ইসলাম সেলিম, তার স্ত্রী রুনা বেগম, নারী নেত্রী পিয়ারা বেগম শান্তা, আওয়ামী লীগ নেতা শওকত আকবর কনক, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা বাদল হোসেন, দ্রুবজিৎ ঘোষসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি। তিনি ২০০৮ ও ১০১৪ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবারই তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদী সংরক্ষিত নারীর আসনের মহিলা সংসদ সদস্য ছিলেন।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস