সুখনের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ সংগ্রামের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংগ্রাম বলেন, নির্বাচনের আগে ও ভোটের দিন কর্মী-সমর্থকরা যাতে কেন্দ্রে যেতে না পারেন সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ৩০ ডিসেম্বর রক্তের বন্যা বইয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, একরামুজ্জামান ভোটের প্রচারণার নামে এলাকায় প্রচুর বহিরাগত লোক নিয়ে এসেছেন এবং অতীতের মতো নৌকার জোয়ার ঠেকাতে কালো টাকা ছড়াচ্ছেন।

একরামুজ্জামানকে ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগরে সংগঠিত সহিংস ঘটনার প্রধান পৃষ্ঠপোষক বলেও অভিযুক্ত করেন তিনি। সেসময়ও কালো টাকা ছড়িয়ে তিনি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালান বলে অভিযোগ সংগ্রামের।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।