কিশোরগঞ্জে ৯০ রাউন্ড ফাঁকা গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি ও পুলিশ অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সরারচর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে সরারচর এলাকায় একটি সরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা প্রভাব বিস্তার নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাজিতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।