ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের একটি ভোটকেন্দ্রে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও কেন্দ্রে উপস্থিত ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জাগো নিউজকে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবির।

আজিজুল সঞ্চয়/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।