বগুড়ায় আ.লীগের কর্মীকে পিটিয়ে হত্যা
বগুড়ার কাহালু উপজেলার নন্দিগ্রামে বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের কর্মী আজিজুল হক (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হক জুয়েল নামে আওয়ামী লীগের অপর এক কর্মী আহত হন।
আরও পড়ুন >> নির্বাচনী সহিংসতায় ১০ জন নিহত
রোববার সকাল সাড়ে ১১টায় কাহালু নন্দিগ্রামের বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কাহালু থানার ওসি শওকত কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত-বিএনপির সমর্থকরা আওয়ামী লীগের কর্মী আজিজুল হক ও নাজমুল হককে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।
তবে সেখানকার বর্তমান পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
বগুড়া- ৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির মোশারফ হোসেন। অপরদিকে, মহাজোটের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন।
লিমন বাসার/এমএআর/এমএস