বিএনপি-জামায়াতের ৪৫ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

কক্সবাজার পৌরসভা ও সীমান্ত শহর টেকনাফে দায়ের করা পৃথক দুটি নাশকতা মামলায় অভিযুক্ত বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াতের ৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তাদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর, জেলা শ্রমিকদলের সভাপতি রফিক, পৌর বিএনপির সম্পাদক রাশেদ, ছাত্রদলের বর্তমান ও সাবেক সভাপতি-সম্পাদকও রয়েছেন।

উচ্চ আদালত থেকে নেয়া জামিনের সময় শেষ হওয়ায় বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির ৪৮ নেতাকর্মী আবারও জামিন আবেদন করেছিলেন।

কিন্তু জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো. ফিরোজ আবেদনকারীদের মধ্যে দুই আইনজীবীর জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার সন্ধ্যায় তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেল সুপার মো. বজলুর রশীদ আখন্দ।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন রিপন, সাবেক সভাপতি সরওয়ার রোমন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুল আলম মিজান, শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, ছাত্রনেতা রাশেদুল হক রাশেদ, জামায়াত নেতা তারেক বিন মোকতার, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সম্পাদক জামায়াত নেতা এম.ইউ বাহাদুর, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাবুদ্দিন সিকদারের ছোট ভাই মহিউদ্দিন সিকদার।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।