১২ হাজার ইয়াবাসহ উখিয়ায় দু’জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৫ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বালুখালীর পানবাজার থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।

আটকরা হলেন, বালুখালী বাজার এলাকার মোহাম্মদ সুলতান (২৮) ও মোসা. ফাতেমা (৪০)।

মেজর মেহেদী হাসান জানান, ইয়াবা বেচা-কেনার জন্য কিছু ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।