ড্রেনে পাওয়া নবজাতককে পাঠানো হলো ঢাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেনে ফেলে রাখা নবজাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার দুপুরে নবজাতকের শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় তাকে শিশু হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার উদ্ধারকৃত ওই নবজাতকের সার্বিক দায়িত্ব পালন করে জেলা সমাজসেবা অধিদফতর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, উদ্ধারকৃত নবজাতকের শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় সংকটাপন্ন হয়ে উঠছিল তার শারীরিক অবস্থা। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়।

ওই নবজাতকের কোনো অভিভাবক না থাকায় জেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মকর্তা ও হাসপাতালের দুই কর্মকর্তা ঢাকা শিশু হাসপাতালে পৌঁছানো পর্যন্ত তার সার্বিক তত্ত্বাবধান করবেন বলেও জানান তিনি।

jagonews

টাঙ্গাইল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, রোববার সকালে ওই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি ওই শিশুর সুস্থতা কামনা করছি।

৪ জানুয়ারি সন্ধ্যার পর হাসপাতালে কর্মরত এক নারী পরিচ্ছন্নতাকর্মী ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করাসহ হাসপাতালে ভর্তি করেন।

ভর্তির পর থেকে শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিল। তবে শিশুটির ওজন ছিল মাত্র এক কেজি ৩০০ গ্রাম। ফলে শিশুটি জন্মগতভাবে এটি স্বাস্থ্য ঝুঁকির একটি অন্যতম কারণ বলে চিকিৎসকদের তথ্যে জানা যায়।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।