নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা গ্রেফতার
ঘুষ নেয়ার অভিযোগে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মো. ওবাইদুল্লাহকে গ্রেফতার করেছে দুদক। রোববার বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার নিজ কার্যালয় থেকে ঘুষ নেয়া ১০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
রোববার রাত ৯টার দিকে নওগাঁ সদর থানায় সাংবাদিকদের জানানো হয়, নওগাঁ মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান জেলা মৎস্য অফিস থেকে ভবিষ্যৎ তহবিলের টাকা উত্তোলনের জন্যে জেলা কর্মকর্তা মো. ওবাইদুল্লাহর কাছে আবেদন করেন।
কিন্তু জেলা কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ নওগাঁ মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমানের কাছ থেকে ঘুষ বাবদ ত্রিশ হাজার টাকা দাবি করেন। এক পর্যায়ে ১০ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তি মোতাবেক বিকেলে টাকা দেয়ার কথা ছিল।
এদিকে খামার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান রাজশাহী বিভাগীয় দুদক অফিসে একটি অভিযোগ করে বিকেলে টাকাগুলো দিয়ে দেন মো. ওবাইদুল্লাহকে। অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. খায়রুল হুদার নেতৃত্বে একটি দল টাকাসহ তাকে গ্রেফতার করেন।
ঘুষের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ জানান, আমাকে ফাঁসানোর জন্য মাহফুজুর রহমান একটি মিথ্যা নাটকীয় চাল খেলেন। তবে তিনি ঘুষ গ্রহণের কথা অস্বীকার করেছেন।
বিভাগের উপ-পরিচালক মো. খায়রুল হুদা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা মৎস্য কর্মকর্তার নিজ কার্যালয় থেকে ঘুষ নেয়া ১০ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, জেলা মৎস্য কর্মকর্তা মো. ওবাইদুল্লাহর বিরুদ্ধে ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা হয়েছে। সোমাবার তাকে জেল হাজতে পাঠানো হবে।
এসএস/এমএস