কে নেবে তাদের দায়িত্ব?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯

গত দুইদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় আটকা পড়ে আছে ৩১ জন নারী, পুরুষ ও শিশু। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর।

গত শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে তারা কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্তের শূন্য রেখায় কৃষি জমিতে অবস্থান করছে। এ ঘটনায় কাজিয়াতলী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

প্রাথমিকভাবে সীমান্তবর্তী এলাকাবাসী অবস্থানকারীদের মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মনে করলেও বিজিবি বলছে তারা ভারতীয় নাগরিক। বিষয়টি নিয়ে একাধিক পতাকা বৈঠক করেও সমাধান আসতে পারেনি বিজিবি-বিএসএফ।

Kosba-1

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ওই ৩১ জন অবস্থান করছে। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ১৭ জন শিশু। তাদের আকার-আকৃতিতে মনে হচ্ছে রোহিঙ্গা নাগরিক। বিএসএফ তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে।

এদিকে বিষয়টি সমাধানের জন্য রোববারও বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে বিএসএফ অবস্থানকারীদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এ বিষয়ে বিজিবি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিষয়টি সমাধানে আবারও বিএসএফের সঙ্গে তারা পতাকা বৈঠক করবে বলে জানা গেছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।