দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ঢাকা-চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিকেল ৩টার পর এসব রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশন এলাকার একটি রেলওয়ে সেতুর মেরামত কাজের জন্য বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের উত্তর পাশের একটি রেলওয়ে সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে দুই ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেরামত কাজ শেষে বিকেল ৩টার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, দুই ঘণ্টা বন্ধ থাকার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল বলে রেলওয়ে সূত্রে জানা যায়।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।