মনোনয়নের দাবিতে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যােতি ভট্টাচার্য।
শনিবার দুপুরে নাসিরনগর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের প্রাক্কালে নাসিরনগরের আশুতোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় আমাকে ছাত্রলীগ পরিবারের একজন সদস্য ও শিক্ষা সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া দেয়। দীর্ঘ ৩০ বছর রাজনৈতিক পথচলায় দলীয় নির্দেশ মেনে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে কাজ করেছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অকৃত্রিম ভালোবাসাকে উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিতে একজন নিবেদিত কর্মী হিসেবে আসন্ন নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিটু, দফতর সম্পাদক সুজিত চক্রবর্তী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানাসহ প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ