নৌকা চান সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে মাত্র এক মাস হলো। এরই মধ্যে সারাদেশে বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত লেগেছে সেই হাওয়া।

এখনো পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। এরইমধ্যে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। তিন পদের নির্বাচন হলেও মূলত চেয়ারম্যান পদ নিয়েই সব জল্পনা-কল্পনা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম আল আমিন আহমেদ। তরুণ এই প্রার্থী মনে করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও দল তরুণদের প্রাধান্য দেবে।

নবীনগর উপজেলায় দলীয় প্রতীক নৌকার জন্য যে কয়জন মাঠে নেমেছে তাদের মধ্যে প্রচারণায় এগিয়ে আল আমিন। তার কর্মী-সমর্থকরা মনে করেন নৌকার যোগ্য কাণ্ডারি তিনিই।

খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র আল আমিন স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আল আমিন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে দলের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আল আমিনের অনুসারীরা জানান, ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের দুর্দিনে শেখ হাসিনার মুক্তির আন্দোলনসহ দলের সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ছিল আল আমিনের। সেজন্য তাকে হামলা-মামলা ও নির্যাতনের শিকারও হতে হয়েছে। তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে আল আমিনকে নৌকা প্রতীক দেয়ার দাবি উঠেছে।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র জনসম্মুখে তুলে ধরে নৌকার পক্ষে জনমত গড়ে তুলছেন আল আমিন।

নিজেকে তৃণমূল নেতাকর্মী ও তরুণদের প্রার্থী দাবি করে আল আমিন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দলের জন্য আমার ত্যাগ আছে। যদি সেটি মূল্যায়ণ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেন তাহলে বিজয় অর্জনের মাধ্যমে নবীনগর উপজেলার আপামর জনতার কল্যাণে কাজ করবো।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।