বেনাপোলে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

ভারত থেকে আনা এসব চন্দন কাঠ বুধবার সকাল ১০টার সময় উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার চন্দন কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

৪৯ বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ এনে যশোরে নেয়ার জন্য সাদীপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।