শার্শায় ‘গোলাগুলিতে’ যুবক নিহত
যশোরের শার্শা উপজেলায় দুই দলের ‘গোলাগুলিতে’ অজ্ঞাত পরিচয়ে (৩৩) এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার কুচেমোড়া এলাকায় এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত যুবক মাদক ব্যবসায়ী। নিজেদের মধ্যে গোলাগুলিতে মারা গেছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশের ওসি মশিউর রহমান বলেন, যশোরের শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলি’ চলেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।
তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মশিউর রহমান।
এএম/এমএস