শ্রীপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

গাজীপুরের শ্রীপুরে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বোরো ধান ও শাকসবজির ক্ষতি হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুয়ীদ উল হাসান জানান, বিকেলে শ্রীপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অনেকের বোরো ধানের জমি ও মৌসুমী শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে। উপজেলার মাওনা ইউনিয়ন, গাজীপুর ইউনিয়ন ও তেলিহাটি ইউনিয়নে শিলাবৃষ্টিতে অনেক কৃষকের বসতবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ইতিমধ্যেই কৃষি অফিসের লোকজন মাঠে নেমেছে।

SRiPUR3

এএ ইয়ার্ন মিলস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঝড়ে তার কারখানার টিনের চালা উড়ে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়াও হঠাৎ বৃষ্টিতে কারখানার মজুত করা তুলার গোডাউনে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় শ্রীপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের প্রধান ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ সড়কের একটি বহুতল ভবনের ওপর থেকে ইউনিলিভারের বিজ্ঞাপন সম্বলিত একটি বিলবোর্ড ধসে পরে সরাফত আলী স’মিলে কাজ করা অবস্থায় দুইজন গুরুতর আহত হন। এ ছাড়াও জৈনাবাজারের জয়নাল মেম্বারের বহুতল ভবনের ছাদ থেকে পানির ট্যাংকি পরে আফরোজা (৩৭) ও নজরুল ইসলাম (৪০) নামে দুইজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

SRiPUR3

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে তার এলাকায় কৃষকের বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে পোলট্রি খামারের ক্ষতি হয়েছে বেশি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা জানান, এ ঘটনায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।

শিহাব খান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।