গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৩ মার্চ ২০১৯
প্রতীকী ছবি

নোয়াখালীর মাইজদীতে সড়কের ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক ট্রাকচালক (অজ্ঞাত) আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী সরকারি মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সকালে একটি ট্রাকে করে ফার্ণিচার নিয়ে আসছিলেন আনোয়ার। পথে মহিলা কলেজ এলাকায় সড়কের ওপরে থাকা বিদ্যুতের তার ট্রাকের সঙ্গে লাগতে পারে ভেবে তা হাত দিয়ে সরানোর চেষ্টা করেন আনোয়ার। এ সময় বিদ্যুতের তার আনোয়ারের গলায় পেঁচিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।