বগুড়ায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

বগুড়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার দুপুরে জেলার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কেল বাবলু ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- পাবনার বেড়া উপজেলার কাজিপাড়া মাসুমদিয়া গ্রামের মনুসুর রহমানের ছেলে হারুন-অর-রশিদ (২৫) ও বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহপাড়া গ্রামের বনিছ শেখের ছেলে আমিনুল ইসলাম আম্বু (৩২)।

র‌্যাব বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতার ওই দুজনকে মাদক ব্যবসায়ী দাবি করে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন স্থানে ইয়াবা কেনা-বেচা করে আসছিল। গ্রেফতারের পর তাদেরকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লিমন বাসার/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।