সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ, কৃষি ব্যাংকের কর্মচারী ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

কিশোরগঞ্জের মিঠামইনে বিদেশ থেকে পাঠানো গ্রাহকদের ৫৩ লাখ ৬০ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে স্থানীয় কৃষি ব্যাংকের কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে মিঠামইন থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক মোহাম্মদ আবদুন নূর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার শিপন মিঠামইন উপজেলার কাটখাল গ্রামের মজলিশ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কৃষি ব্যাংক মিঠামইন শাখার কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়া প্রতারণা ও জালিয়াতি করে ২০১৭ সাল থেকে ২০১৯ সালের ২ এপ্রিল পর্যন্ত বিদেশ থেকে ৪৮ জন গ্রাহকের নামে পাঠানো ৫৩ লাখ ৬০ হাজার ১০ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি কর্তপক্ষের নজরে আসার পর গতকাল বুধবার কৃষি ব্যাংকের কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করেন।

মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে।

নূর মোহাম্মদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।