হানিফ পরিবহনের ধাক্কায় দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

যশোরে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ইজিবাইক চালক ইমরান হোসেন রানা (২৫) ও যাত্রী বাবুল আক্তার (২৫) নিহত হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় মার্বেল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক ইমরান হোসেন রানা যশোর সদরের সতীঘাটা এলাকার শেখ আনোয়ার হোসেনের ছেলে ও বাবুল আক্তার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের বদর আলীর ছেলে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি তদন্ত সমীর কুমার সরকার জানান, যশোর থেকে হানিফ পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৫-২৬০৯) একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক রূপদিয়ায় মার্বেল ফ্যাক্টরির সামনে পৌঁছালে বাস ও ইজিবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইক চালক ও যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

মিলন রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।