ভেজালবিরোধী অভিযান, ফুড কারখানা সিলগালা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৩ মে ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকার একটি ফুড কারখানা সিলগালাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম এ অভিযান চালান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের মুন্সিবাড়ি ও কালীগঞ্জ বাজার এলাকায় দুটি ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় চ্যালেঞ্জ নামের একটি ফুড কারখানাকে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ২৭ ধারা অনুযায়ী সিলগালা করে দেয়া হয়।

এদিকে, কালীগঞ্জ বাজার এলাকায় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ও ৬ ধারা অনুযায়ী মো. মোসলেউদ্দিন মুসার মালিকানাধীন রূপালী ফার্মেসিকে ১০ হাজার টাকা, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ সালের ২০ ধারা অনুযায়ী শিবসঙ্করের মালিকানাধীন মেসার্স শিবসঙ্কর ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী মো. আজগরের মালিকানাধীন মেসার্স আজগর ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও মো. মেরাজের মালিকানাধীন মেসার্স মেরাজ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ চার প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম বলেন, ভোক্তা অধিকার আইনে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

আব্দুর রহমান আরমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।