সিএনজি চালকের প্রাণ কেড়ে নিল ট্রাক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২০ মে ২০১৯

গাজীপুরের শ্রীপুরের মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে ডাম্প ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশা চালক মোমিন (৩৫) নিহত হয়েছেন।

রোববার গভীর রাতে আঞ্চলিক মহাসড়কের টেপিরবাড়ি বাজারের পাশে আরএইচ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের ইসমাইল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, মাওনা চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে মোমিন বরমীর উদ্দেশে যাচ্ছিল। টেপিরবাড়ি বাজারের পাশে আরএইচ ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক মোমিনের সিএনজিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মোমিন। তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোমিন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি বলেও জানান এসআই মাহমুদুল হাসান।

শিহাব খান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।