ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৭ মে ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাদুঘরের ঋষিপাড়া এলাকার কৃষক অজিত সরকারের দুই কানি জমির ধান কেটে দেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঋষিপাড়ার কৃষক অজিত সরকারের জমির ধান পেকে বৃষ্টিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু শ্রমিকের অভাবে সেই ধান কাটতে পারছিলেন না তিনি। বিষয়টি স্থানীয় ছাত্রলীগ কর্মীদের মাধ্যমে জানতে পেরে ধান কাটার উদ্যোগ নেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। জেলা, সদর উপজেলা ও কলেজ ছাত্রলীগের প্রায় ৪০ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার সকাল ১০টায় ধান কাটা শুরু করেন রুবেল। বিকেল ৪টা পর্যন্ত ধান কেটে কৃষক অজিত সরকারেন বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

bbaria1

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জাগো নিউজকে বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। শ্রমিক সংকটের কারণে কৃষক অজিত সরকারের পাকা ধান নষ্ট হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।